বিনম্র যার সহজাত আচরণ সেই তো জাতের গুণী;
অসংযত স্বভাবে এ জনসমাজে মান পায় কে, শুনি?  
শিক্ষা-দীক্ষা উচ্চ হয়েও সংযত যে পারলো না হতে,  
পরিণামে তার নিকৃষ্ট ঠাঁই জনমানবের নিন্দিত পথে।    
উগ্র স্বভাবের মানুষের মনে মহৎ বিনীত বোধটা নাই,  
কারণে-অকারণে বন্ধু-স্বজন পায় যে শুধু আঘাতটাই।  
সহানুভূতি, ভাব, ভালোবাসা যার কাছে হয় মূল্যহীন,
মানুষের মাঝে বাস করেও মানুষ হয় না কোনো দিন।
পাঠ জোরে যতো শিক্ষিত হোক মূর্খ যে সে গাঁট ভরে;      
শেষ বেলায় তার ঔদ্ধত্য ভাঙে জীবননাশী দুঃখ ঝড়ে।