আরামী সে ধাঁচের মানুষ তুমি সও না কিছুই তাই
তোমার এ জীবনে সর্বদাই যে আরাম বিলাস চাই।
আয়েশি ঐ জীবনটাতে নিজে ভোগ করো সর্ব সুখ,
ননীর পুতুল মানুষ তুমি সদাই এড়াও ব্যথা, দুঃখ।
শক্ত মাটির বন্ধুর পথে ফেলো না কভু ঐ পদ দুটি,
যাতনা ভয়ে অন্দরে থেকে সুখানন্দে শুধু লুটোপুটি!
চারদিক সুখে আপ্লুত তোমার দিন যাপনের মন্ত্রণা,  
আরামপ্রিয় মানুষ যে তুমি বুঝো না অপরের যন্ত্রণা।
বিলাস-মত্ত জীবনে তোমার মানবিক ফুল ফুটবে না;  
যন্ত্রণা, বেদনাকে এড়ালে তুমি মানুষ হয়ে উঠবে না।    
কষ্ট ব্যথা সহ্য করে করে মানুষ হয়ে উঠবে যে দিন  
মানবিক ও নৈতিক চরিত্রেও উন্নততর হবে সে দিন।