বিরল, অনন্য, অসাধারণ যিনি এই মানব সমাজে
অসীম অহমের অধিকারী তিনি অনুপম সর্ব কাজে।  
অতুলনীয় তাঁর চারিত্রিক গুণ সুপ্রশংসিত সর্বজ্ঞানে;  
হৃদয়কাড়া আন্তরিকতায় তিনি সমৃদ্ধ হন সুসম্মানে।
তিনিই পড়েন সুনজরে বাকচয়নের মোহনীয় রেশে,
মানুষের মাঝে উন্নততর সুমানুষ তিনি আপন বেশে।
অতুলনীয়, অপ্রতিম তিনি আচার-আচরণ ও হিম্মতে;
ক্ষণিকের এ জগতে বলো ক'জন পারে তেমন হতে?    
অসাধারণ মানুষেরা এ ভবে জ্বলজ্বল করে দিবারাত্র,  
তাই বলে কি সাধারণেরা এ জগতের অবজ্ঞার পাত্র?    
কেউতো অসাধারণ হয় না জন্মেই উত্তরাধিকার বলে;
সাধারণ লোকই অসাধারণ হয় অসীম সাধনার ফলে।      
আজ যে পড়ে আছে সবার অলক্ষে হয় তো সেই জন
কাল কর্ম গুণে, মহৎ সাধনায় হবে মানুষ অসাধারণ।