গুপ্ত সম্পদ নয় তো সে, নয় তো অর্থের বিনিময়ে কেনা;
পাহাড়-পর্বতের চূড়া নয়, নয় সাগর বুকে সঞ্চিত ফেনা।  
যখন তখন যায় না পাওয়া যেনো বর্ষা কালে বৃষ্টির ধারা,
নয়তো সে কোনো অবিক্রীত পণ্য ইচ্ছে হলে নেবে ভাড়া।
ইচ্ছে হলেই চাপিয়ে দেয়া যায় না তা কভু অপরের 'পর,
চরিত্র হলো একটি মানুষের নিজ আচার বিচার চর্চার বর।  
চরিত্র হলো এমনই সম্পদ যার বৃদ্ধি হয় কর্ম-ধর্মের ব্রতী;  
আমাদের চরিত্র আমাদের আচার-ব্যবহারেরই ফলশ্রুতি।