উপচে পড়া ধন-সম্পদের সুখ লাগে বেজায় তুচ্ছ;  
অসহ্য লাগে বিশাল প্রাসাদের রাঙা আলোক গুচ্ছ।  
অনুপম স্বাদের তৈরি সব অমৃত জিহবায় যে তিক্ত,    
অতিশয় দামের পোশাকের বাহার বিষণ্ণতায় সিক্ত।  
চারিদিক জুড়ে যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবে
কাছে থেকেও যেনো অতি দূরে, নির্জন লাগে ভবে।
তাল, ছন্দ, লয়ে সমধুর ক্ষণে বাজানো বীণার সুর
দু'কানের 'পরে কর্কশ লাগে, হৃদয় যে বেদনাবিধুর।
বসন্তের রাগে সুর তোলা হাওয়া স্নিগ্ধ যদিও তালে,
অন্তরের মাঝে স্নিগ্ধ সে হাওয়া তুষের আগুন জ্বালে।  
সর্বজয়ী স্বাদ বিলাসী প্রাসাদ কিছুই লাগে না ভালো
ব্যথাতুর মেঘে যদি হয়ে যায় মনের আকাশ কালো।