কোন সে মানুষ এই পৃথিবীতে পূর্ণ আলোয় ভরা,
আঁধারের মুখ দেখে নি কভু, ছোঁয় নি যাকে জরা,    
অপরাধ কভু করে নি জীবনে, কুড়িয়েছে শুধু পুণ্য,
হিসেবের খাতা পূর্ণ করেছে, পাপের হিসেবে শূন্য?  
রাগ-ক্রোধ-মান-অভিমান-লজ্জা-শরম-হায়া-বোধ
রয় নি যার চরিত্রে কভু, নেয় নি হারের প্রতিশোধ;  
কাম ভাবনায় শপে নি নিজেকে, শুধু আত্মশুদ্ধতায়
আজীবন সন্ন্যাসী হয়ে ছুঁড়ে ফেলে সকল অভিপ্রায়;
নিষ্কলুষ এক মানব চরিত্র সদা অদ্বিতীয় করে যারে
এমন মানুষ যায় কি কভু পাওয়া এ মানব সংসারে?  
চাঁদের মতো প্রতি মানুষে আছে অন্ধকার কিছু দিক,
যা সে অন্যকে দেখাতে চায় না; সব কিছু তার ঠিক!