মৃদু উষ্ণ শীতল হাওয়ায় স্নিগ্ধতার প্রশান্তি উড়ে
ছড়িয়ে দেয় নানা রঙের ফুল পুরো অবনী জুড়ে।  
জীর্ণ, শীর্ণ, অসবুজ বন-বনানীর দুখের অবসান,  
মুক্ত ডানায় উড়ে উড়ে কোকিল কণ্ঠে ধরে গান।  
দূর হয়ে যায় নিষ্ফলতা ক্ষেদ, নিষ্ক্রিয়তার বেশ;  
সুবাসিত হাওয়ায় চারিদিক ছড়ায় বর্ণিল আবেশ।  
স্রোতস্বিনীর শান্ত জলের ধারায় লেগে যায় দোল,
নব মুকুলের কোলে আওয়াজ দেয় পুষ্পের বোল।
আবেগে আপ্লুত করে মন ছড়ানো ফুলেল সুঘ্রাণ,  
রঙিন বসন্তের উপচে পড়া সুখ ভরিয়ে দেয় প্রাণ।  
ফুলের রঙে, পাখির গানে আনন্দিত মানব হৃদয়;  
যে মন মজে না বসন্তে সে মন যে মানুষেরই নয়।