প্রকাণ্ড সব প্রাসাদ তোমার, বিশাল তোমার ঘর;
অর্থ-বৈভবের পাহাড়ে তো তুমি অমিত শক্তিধর;
অপরিমেয় পেশীশক্তি তোমার অসীম দুর্দান্ততায়,  
সকল আয়েশের আধিক্যে তুমি মানুষ বিরলপ্রায়।  
ভাবনা-চিন্তা, লোভ-লালসা, আকাঙ্ক্ষা সবই বড়,
মানব জগতে অধরা তুমি এতোটাই গৌরব করো!  
চারদিকে বিশাল রাজত্ব তোমার সদাই দর্প করে,  
নানা আদলে আস্ফালন করো কতো হিম্মত ধরে!  
অন্যরা সব পিপীলিকাসম, দামে তারা সবে তুচ্ছ,
আগে-পিছে সব দখলে নিয়েছো, গর্বে নড়ে পুচ্ছ!      
নিজেকে অতি উচ্চ জেনে যতোই তুমি গর্জে ওঠো,  
আদতে তুমি মানুষ ক্ষুদ্র, মানসিকতায় অতি ছোট।