গোটা পৃথিবীকেই যে আপন গুণে ভেবেছে নিজের দেশ,
সকল মানুষকেই মমতার জোরে টেনে করেছে সন্নিবেশ,
বিভেদের দেয়াল গড়েনি কোথাও, গড়েনি কোথাও বাঁধ,
জাত-বর্ণ-ধর্মের বিভেদ টেনে করেনি কভু শান্তি বরবাদ,
উঁচু-নীচু মাপে পার্থক্য গড়ে করেনি কভু অসম্মান কারো,
সেই জনকেই তুমি নিঃসন্দেহে শ্রেষ্ঠ মানুষ বলতে পারো।  
নিজের সবকিছু উজাড় করে যে আঁধার টুটে আনে আলো      
কোটি অমানুষের চেয়ে তেমন একটি মানুষই ঢের ভালো।
যে মানুষ সদা মানবতাকে বোঝে মানুষের প্রকৃত পরিচয়          
সব মানুষের মাঝে শ্রেষ্ঠ সে মানুষ, মহৎ মানুষ যারে কয়।