কত লোক আছে এই পৃথিবীতে মেকী প্রশংসাকারী,  
নির্বোধ লোকে সে প্রশংসায় ভেসে হয়েছে অহঙ্কারী।
বিচার বিবেচনার লেশহীন স্তুতি আদতে ঘন কালো,
নিছক সে স্তুতি গুণগানের চেয়ে নিন্দাই ঢের ভালো।    
সাঙ্ঘাতিক কালে যে জন দিয়েছে উপদেশ-পরামর্শ,
অহেতুক তোষামোদে করেনি যোগাড় দিকভ্রান্ত দর্শ,
মন্দটাকে সদা ধরিয়ে দিয়েছে, ঠিকটাকে বলে ঠিক,          
হতাশকালে যে প্রেরণা দেয়, দিক হারালে দেয় দিক,    
সাধুবাদ দানে যে ব্যক্তি মানে হিতাহিত জ্ঞান প্রথম,            
হাজার কোটি ব্যক্তির মাঝে সেই তো সবচেয়ে উত্তম।