মানুষের গড়া এই সমাজে নিত্য চলে শক্তির খেলা
শক্তি প্রদর্শনে কেউ জিতে, হেরে কেউ ক্ষান্ত বেলা।    
দেহের শক্তি ভিন্ন জনে জনে, ভিন্ন অর্থ-বিত্ত জোর;
বংশ জাতে শক্তিও ভিন্ন, কেউ বিদ্যায় রয় বিভোর।
এত সব শক্তি ছাড়াও আর এক প্রকার শক্তি আছে,
পেশী-বংশ-অর্থশক্তিও হেরে যায় সে শক্তির কাছে।  
মানুষের সকল শক্তির মাঝে চিন্তা শক্তি নিজ গুণে
ছোট মানুষের ভিতরেও যে বৃহৎ কিছু দেয় সে বুনে।
চিন্তাশক্তির দ্বারা মানুষ যেতে পারে দেবতার কাছে,
সাধ্যে আনে এই পৃথিবীর বুকে যা যা অসাধ্য আছে।
চেতনে যত চিন্তার সমারোহ আপনার রূপে স্বপ্নময়ী;    
উন্নত চিন্তার শক্তি দ্বারাই মানুষ হতে পারে সর্বজয়ী।