সমাজবদ্ধ জীব যে মানুষ জীবন মানেই সমাজ বোঝে  
চলার পথে সকল সময় প্রত্যেক মানুষই সাথী খোঁজে।    


আকুতি তার বলতে কাউকে মনের ভিতর জমাট কথা,
সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, হাসি-কান্না, সন্তোষ-ব্যথা।    


বন্ধু বা স্বজন সুযোগ বুঝে যে যার মতো গড়ে ব্যবধান    
সারা জীবন পাশে রবে- এ নিশ্চয়তা কে করবে প্রদান?


সাথে থাকার, সাথে রাখার সব হিসেবেই গোলক ধাঁধা;  
সঙ্গী-সাথীর অসীম আশা ঘোর নিঃসঙ্গতায় পড়ছে বাঁধা।  

স্বার্থের খেলায় ব্যস্ত মানুষ, কে কতো কাল সঙ্গে রাখে?  
জীবনে কোনো না কোনো সময়ে মানুষ নিঃসঙ্গই থাকে।