গণতন্ত্রের মন্ত্র কী ভাই? আমায় বলে দাও তো আজ।
কোন কবিরাজ সে মন্ত্র জানে? সে যে বড় ধোঁকাবাজ।
লাখো, কোটি মানুষ যেথায় সেথায় কিসের মন্ত্র-চাল?
সুমন্তর বা কুমন্তর বলো সব শয়তানেরই পাতা জাল।
এটা জনগণের তন্ত্র হলে সে জনগণ হবে শক্তির দোর
যা গণতন্ত্রের শিকড় হবে, গড়বে শাসক মানিক জোড়।    
উড়ে যেথা স্বাধীনতার ধ্বজা, সু-শাসনের ঘাটতি নাই,      
প্রতি প্রাণের সুমূল্য আছে, সম্মান-মর্যাদার সুগন্ধ পাই।
সুচিন্তার স্বাধীনতা আছে, বচন বোধটাও পরাধীন নয়;
কাজের স্বাধীনতা অবাধ যেথায় সেই দেশ গণতন্ত্রময়।
প্রতি মানুষের সুনিরাপত্তা আছে, স্বাধীন ধর্ম-উপাসনা;
সার্বজনীন শিক্ষা যেথায় দেয় বেঁচে থাকার অনুপ্রেরণা।  
'সকলের তরে ন্যায়-সাম্য গড়' গণতন্ত্রের সুমন্ত্র হোক;
গণতন্ত্রের পরতে পরতে ছড়াক গণতান্ত্রিক দর্শনালোক।