যোগ্যতার বিচার না করেই বসিয়ে দিলে পদে,
অযোগ্য জন টানবে তোমায় বিরামহীন বিপদে।    
অন্ধ আবেগ, অগাধ বিশ্বাস দাও যদি সব তুলে,
আপাদমস্তক অথর্ব লোক যাবেই তো সব ভুলে।    
মরার উপর খাঁড়ার যেই ঘা সে কুশাসনের ফল,
ঐ দুঃশাসনের সকল প্যাঁচই মানুষ মারার কল।  
সে দেশ পচে অন্ধকারে, পায় না আলোর দিশা;
ভুল শাসকের ভুল বিচারে শুধু ছড়ায় অমানিশা।
নির্বোধ শাসক নিজে ওড়ায় আত্মশ্লাঘার কেতন;  
শেষ বেলাতে নিজেও মরে, তবু হয় না সচেতন।