লাখো প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতার মহৎ দান-
ভৌগোলিক স্বাধীনতা, স্বাধীন সরকার আর সংবিধান।
স্বাধীনতা দিয়েছে ভাষার মর্যাদা, প্রতি বর্ণে কোহিনূর;    
কোটি কণ্ঠে উচ্চারিত এক জাতীয় সঙ্গীতের মধুর সুর।    
মুক্ত গগনের মুক্ত হাওয়ায় সগর্বে ওড়ে স্বাধীন কেতন,
স্বাধীনতার প্রকৃত মধুরতা আস্বাদনে চাই জাগ্রত চেতন।  
স্বাধীন সার্বভৌম দেশের মানুষের বুদ্ধি যদি আড়ষ্ট হয়    
তবে তাদের স্বাধীনতা আসলে পরাধীনতারই পরিচয়।        
স্বাধীনতার সুফল আস্বাদনে বিবেব-বোধের মুক্তি চাই,
চেতনা, উপলব্ধির মুক্তি না হলে স্বাধীনতার মূল্য নাই।