ভাবোন্মাদের ভাবোচ্ছ্বাসের বাস্তবে কোনো ভিত্তি যে নেই,
ভাবের জগতে হারায় যারা বাস্তবে তারা পায় না যে খেই!  


ভাববিলাসী সেই মানুষগুলো কল্পলোকেই ওড়ায় ফানুস,
পদতলের মাটি যাক না সরে, তবুও তারা বেজায় বেহুঁশ!  


ক্ষুধা-তৃষ্ণা, রোগ-শোক যতো, দ্বন্দ্ব-বিভেদ পৃথিবী জুড়ে
সে সব তাদের পায় না ছুঁতে, ভাববিলাসীরা প্রহর্ষে উড়ে!    


দায় এড়ানোর স্বভাব তাদের, দায়িত্ববোধ নাই তো কিছু;
পরিবার-সমাজ যাক না চুলোয়, রাষ্ট্রও হোক যতোই নিচু!  


মানুষ হয়ে ওঠে নাই সে অতীন্দ্রিয় ভাব যে করছে লালন,  
মনুষ্য সমাজে জনম নিয়ে মানব দায়িত্ব করছে না পালন।  


কর্ম-দায়িত্বকে অবজ্ঞা করে ভাববিলাসিতায় থাকলে পড়ে
পরিবার তার হারাবে দু'কুল, সমাজের ভিত্তি রবে নড়বড়ে।      


মনুষ্যরূপ থাকলেও যে খাঁটি মানুষ হওয়া অতি সহজ নয়;  
আপাদমস্তক মানুষ হতে হলে মানুষের কাজই করতে হয়।  


বাস্তববাদী মানুষ এড়ায় না দায়, দায়িত্ব নেয় আপন কাঁধে,
বাস্তবতার উপর দুই পায়ে দাঁড়ায়, বাস্তবতাতেই স্বপ্ন বাঁধে।