অর্থসম্পদের অতীব নেশায় লোকে সুখের সম্পর্ক হারায়;  
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের মাঝে বিভেদ-কলহ বাড়ায়।  


সিন্দুক যার চিন্তার কেন্দ্র খালি সিন্দুকে তার শোক অতি,
বিবেকবোধের লাগাম হারায়, হারায় যে তার সব সুমতি।  

মানব জীবনে প্রয়োজন যা যা- তারই বিধান মানেন যারা,
মনগড়া দারিদ্র, অভাবের দুঃখ শোচনায় ভোগেন না তারা।


প্রয়োজনাধিক অর্থবিত্ত সম্পদে হয় না মঙ্গল মানবজীবনে,
নির্বোধ লোক করে না খেয়াল, জ্ঞানী তা মানে প্রতি ক্ষণে।  


প্রয়োজন মেটানো ছাড়া যায় আয়ের লক্ষ্য আর কিছু নয়  
তার মতো সুখী নিরুদ্বিগ্ন জীবন ভবে কি আর কারও হয়?