হোক না যতোই দেহের গড়ন স্বাভাবিক মানুষের মতন,    
তবু যে 'মানুষ' তাকে যাবে না বলা যার মাঝে নেই মন।      


মানুষের এই মনটা যে কী? খুঁজতে খুঁজতেই সময় যায়    
বুদ্ধি, বিবেক, আবেগ, অনুভূতি, চিন্তা, ইচ্ছা, কল্পনায়!    


পায় না মানুষ এ মনের নাগাল, মন উড়ে যায় সবখানে;            
মনের বশেই চেতনা হারায়, কোথায় যে তার মন টানে!        


মনটাকে চায় তৃপ্ত করতে, তাই সকাল-সন্ধ্যা যায় খেঁটে,  
সবার ক্ষুধা হয়ে যায় পূরণ, এই মনের ক্ষুধা নাই মেটে?      


সজাগ দু'চোখে চলার পথে হয় না যে তার কোনো ভুল,
মনের খেয়ালে হারায় যে সে এপার ওপার, দুই-ই কূল।  


দুই শতাধিক হাড়ের দেহ কাঠামোয় কোথায় আছে মন?
হাজার চেষ্টাতেও কেউ পেরেছে কি নিতে মনের নিয়ন্ত্রণ?  


এ জীবনের পথে মরণের দিকে প্রতি মুহূর্তে চলতে থাকি,    
আমরণ যে মনের নাম শুনে যাই সেই মনকে বুঝা বাকি!