এ মানবসংসারে নিঃস্বার্থ অন্তরে যদি দিয়ে যায় কেহ
নিজেকে পোড়ায়ে আলোক ঝরায়ে সূর্যের মতো স্নেহ,
মমতার জল করে ছলছল যার বুকে রয় পুঞ্জিত যতো
মনুষ্য করে যে দেয় ভরে প্রগাঢ় বদান্য তটিনীর মতো,
যে ছড়াতে সুখ হয়নি বিমুখ স্নিগ্ধ পরশে অন্যের কাছে
স্বার্থ ভুলে দিয়ে দেয় তুলে নিজ সাধ্যে যতোটুকু আছে,  
নেই যার লোভ, রাগ সংক্ষোভ, সুখী হয় অপরের সুখে
দু'চোখে জল করেনি যে ছল হাসতে জানে পরম দুঃখে,  
যে দিয়ে যায় কভু নাই চায়, নিজেকে বিলায় প্রতিক্ষণে  
যার যা ভাগ হিসেবে সজাগ বণ্টন করে যে নির্দ্বিধ মনে,
হিংসায় ভরে যে কভু না গড়ে মনুষ্য মাঝে বহু সম্প্রদায়      
ঐক্য মেনে বুকে নেয় টেনে মাটির মতো আতিথেয়তায়,  
সদা নির্মোহে ধর্ম আবহে মনেপ্রাণে চায় সকলেরই ত্রাণ              
ধ্যানস্থ মনে খুঁজে প্রতিক্ষণে একই প্রভুভক্তি-সর্বকল্যাণ,    
চলারই পথে সত্য শপথে যে হয়েছে শুধুই সুখের কারণ      
মানব ভুবনে প্রাণে ও মনে সত্যিকারের ধার্মিক সে জন।