অপার যে সুখ মাতালো মন, মাতালো মাটির দেহ;  
সে সুখের উৎসে পাপ না পুণ্য দেখছে না তা কেহ?    


সুখ বলেই তাকে করবে গ্রহণ থাকলেও কিছু মন্দ!
পাপীর সেই সুখে পাপই থাকে, পুণ্যের প্রবেশ বন্ধ।  

পুণ্যের পথে কণ্টক বলে সে পথ ফেলে অন্য পথ!
কষ্টের সে পথ চলতে নির্ভয় পুণ্যার্থীরই হয় হিম্মত।    


পুণ্যের কাজ হোক যতো কষ্টের, ক্ষণস্থায়ী সে কষ্ট;  
সময়ের প্রবাহে কষ্ট বিলীন হয়ে পুণ্যকে করে পষ্ট।    


মন্দ কাজ যতো সুখকর হোক, সে কাজে হয় পাপ;  
ক্ষণিকের সে সুখ বিলীনে শুরু দীর্ঘস্থায়ী অভিশাপ।      


পাপী গড়ে তার নিজেরই নরক, ঘৃণিত লাশের মর্গ;
পুণ্যবান পায় ভালো কর্মের সুখ, নিশ্চিত করে স্বর্গ।