বই কিনে কিনে কেউ দেউলিয়া কভু হয় না,
পুস্তক সমাহারে মেধার প্রসার থেমে রয় না।  
যে ঘরে গ্রন্থাগার আছে সে ঘর ভরে আলো
জ্ঞান ছড়িয়ে দূর করে দেয় অজ্ঞতার কালো।
সভ্যতার ছোঁয়া লেগেছে ঠিকই তার অন্তরে
যতো কর্মব্যস্ততার মধ্যেও যে জন বই পড়ে।  
প্রজন্মের বহমান ধারা বইয়ের প্রতিটি অক্ষর    
পাঠাগারই যে সর্বকালের সদা উজ্জ্বল স্বাক্ষর।