অন্তরের আবেগ যতো, যতো চিন্তা, যতো ভাব,
যতো স্বপ্ন-কল্পনা-আশা, অন্তরীণ যতো স্বভাব
সবকিছু বাহিরে এনে যতো স্বাভাবিক করা যায়  
ততো স্বাভাবিক করে ফুটিয়ে তোলা হয় ভাষায়;
নিজের একান্ত সব কিছু হয়ে যায় সকলের তরে
যা কিছু ক্ষণকালের থেকে যায় চিরস্থায়ী গোচরে  
নজরে পড়ে না যা, ভাবনায় আসে না কোন দিন
তাকেও করে তোলা হয় অতি দৃশ্যমান, অমলিন;
যা আছে মানবকুলে, প্রকৃতি, অতিপ্রকৃতির মাঝে
তাকেই শিল্পের মানসে সাজায় সাহিত্যের সাজে।
যা আছে সুপ্ত, অদৃশ্য, অজানা, নির্ল্পিত যে ভাঁজ
শিল্পের দক্ষতায় তা উম্মোচনই সাহিত্যের কাজ।