নিজের বিষয় লিখতে পারা তৃপ্তিকরই বটে
স্মৃতি, প্রণয়, রাগ-অনুরাগ সাহিত্যরই পটে।
গদ্য, পদ্য, গল্প, ছড়া হোক না যাই লেখা
সহজতো নয় লেখকের সেসব প্রকাশ দেখা।
কীর্তির কথা স্বাচ্ছন্দ্যে সবাই লিখতে পারে,
অকীর্তির কথা লিখতে গেলে দ্বিধা চতুর্ধারে।
লেখক যদি আত্মপ্রশংসায় হতে চান নায়ক,
পাঠকগণের কর্ণে তিনি নিশ্চিত পীড়াদায়ক।
সার্থক লেখক তাকেই বলে যিনি লিখে যান
নিজের ছাড়াও অপর মাঝে দেখতে যা পান।
আত্মকেন্দ্রিক ব্যক্তি কি আর লেখক কভু হন?  
অজস্র লেখা লিখলেও তিনি সাহিত্যিকই নন।