সুখের দিনে যে সুর মধুর দুঃখের দিনে নয়,  
সময় প্রবাহে আবেদন বদল সুরের পরিচয়।
কাল যে সুর তুলেছিলো ঝড় এ অন্তর মাঝে
আজকে সে সুর তেমন কাজেই আসে না যে।
সকল সময়ে মধুর সুর দেয় না একই দোলা,
কখনো বিষন্ন, মলিন সুরও করে দুঃখভোলা।
ক্ষেত্র বিশেষে দুঃখ, বিদ্রোহ, উম্মাদনার সুর
প্রাণ গহীনে প্রণোদনা আনে, দুঃখ করে দূর।  
যে সুর আত্মার প্রসাদসম সে সুর আমি চাই
সর্ব সুরের শ্রেষ্ঠ সে সুর কোথায় বলো পাই?