মাতৃভাষায় সঞ্চারিত হয় মাতৃদুগ্ধের অমৃতধারা
তা কেবলই অমৃত নয়, গগনমাঝে অজস্র তারা;
সে তারাদের আলোক ঝরে কলমেরই কালিতে,
মাতৃভাষা স্বর্ণাক্ষর তুল্য, তা লেখা নয় বালিতে।
মাতৃভাষায় লেখা সাহিত্যে যে ভাব প্রবাহিত হয়
যাবে না পাওয়া সে ভাব খুঁজে অন্যান্য ভাষাময়।
মাতৃভাষার সাহিত্য যে ভরিয়ে দেয় জাতির প্রাণ,
স্পন্দিত সে সকল প্রাণে চঞ্চলতাও পায় যে ঘ্রাণ।
প্রাণের ভাষায় সাহিত্যকর্ম যে প্রাণেরই কথা কয়,  
প্রাণে প্রাণে প্রেরণা ছোটে, উৎসাহ জাগে সর্বময়।