বাংলা সাহিত্যের উদারতা সাত আসমান সমান
সে কভু প্রশ্ন করে না -কে হিন্দু? কে মুসলমান?  
এ সাহিত্য বদ্ধ নেই তো, নেই ধর্মের বাধা তার,
গোঁড়ামিতেও আটকে নেই, মনুষ্যত্ব ঊর্ধ্বে যার।
বাংলা সাহিত্যের ক্ষেত্র জুড়ে মানবতার জয়গান,
হিন্দু-মুসলমানের কলম যে সদা ধরে ঐক্যতান।
যে জীবন এ সাহিত্যে আঁকা কাব্যকথায় ছন্দময়
সে জীবন হিন্দুদেরও, মুসলমানদের একার নয়।  
বাংলার এ সাহিত্যপটে নিত্য উজ্জ্বল রঙ ও ছবি
সে রঙে রঙিন নজরুল, তেমনি রঙিন শরৎ-রবি।  
এ সাহিত্যের রন্ধ্রে রন্ধ্রে সাম্যবাদের রক্তের ঢল,  
এ সাহিত্য হিন্দু-মুসলমানের পরিপূর্ণ মিলনস্থল।