সাহিত্যের উদ্দেশ্য অনেক; আনন্দ দান মূখ্য,
পাঠক হৃদয় ভরবে সুখে, দূর হবে সব দুঃখ।
গুণী লেখক সদাই ভাবেন সব পাঠকের কথা,
গদ্য, পদ্য, গল্প, নাটকে ভুলিয়ে দেন ব্যথা।
সাহিত্যিকদের কলম চলে আনন্দ-সুখ দিতে,  
তবুও কি সকল পাঠক পারেন সে সুখ নিতে?
সাহিত্যের রস লব্ধকরণ নয় তো সহজ দীক্ষা,
সাহিত্যকে বুঝতে হলে পাঠকেরও চাই শিক্ষা।  
শিক্ষিত জন বোধ বিবেকে সাহিত্য পাঠ করে
অপার সুধা, আনন্দ, সুখ জমান নিজের তরে।