কবিতাই হলো মহারাণী সাহিত্যের মহারাজ্যে,  
জাগরণী গান ধরাই কবিতার বিমুক্ত কাজ যে;
এ পৃথিবীর যা কিছু সুন্দর, মহৎ, দীপ্ত, সজীব
কাব্যকথার অমৃত সুধা পানে রয় তা চিরঞ্জীব।
কবিতাই পারে আনতে মুক্তি, শুদ্ধ জাতি আর
কবিতাই যে অন্যায়ের বিরুদ্ধে শ্রেষ্ঠ হাতিয়ার।  
কবিতাই ডাকে প্রতিবাদ যতো, সংগ্রাম মহান;
যুগে যুগে জাগরিত বিপ্লব যতো কবিতার দান।
যে সমাজে রচিত হয় নি কাব্য সে সমাজ অন্ধ
চারপাশে তার চেতনার লাশ, ভাগ্য দুয়ার বন্ধ।  
নিদ্রামগ্ন জাতিকে জাগাতে চাই কাব্যের আলো
ঘুচুক সে জাতির ললাট হতে অপঘাতের কালো।