যিনি লিখেন কাব্য, গাথা সাজিয়ে পরম যত্নে
কবি জগতে পরিণত তিনি মহামূল্যবান রত্নে।
শিল্প সাহিত্য সৃজন শক্তি ধারণ করেন হাতে
মনের মাধুরী ছড়িয়ে দেন ভাষা-কল্পের সাথে।  
গীতি-সুর-লয়ের স্রষ্ঠা তিনি, ঐতিহাসিক খাঁটি,
কবিতার মাঝেই গড়েন তিনি প্রতিবাদের ঘাঁটি।  
ভাবনার নদে স্রোত দেন তিনি, জন্মান ভাবধারা
চেতনাহীনে চেতনা জাগান, জড়তায় দেন সাড়া।
অসীম ভাব-অনুভূতি ভরা কবির আনন্দালোক
হার মানে না দুঃখের কাছে, দূরীভূত হয় শোক।
কবি যেনো যাচ্ছেন গেয়ে বুলবুলিত মতো গান
অন্ধকারেও ছড়ান সে কবি মিষ্টি মধুর কলতান।  
কাব্যপটে আঁকেন যিনি মানব মন-প্রকৃতির ছবি  
মানবের মাঝেই অমর তিনি, সব মানুষের কবি।