কবির কলম অতীব মহান, অসীম শক্তি তার,  
স্বভাবজাত প্রত্যয়ে সে বিদ্রোহ ছড়ায় চতুর্ধার।  
তরবারির চেয়েও ধারালো সে, যুদ্ধে মহীয়ান  
অন্যায় পথে দেয় না কভু বিবেকের বলিদান।  
চাবুকের চেয়ে ভয়াবহ সে, লোহার চেয়ে শক্ত,
সততাকে সে সমীহ করে, ঝরায় মিথ্যের রক্ত।    
যুগে যুগে যতো নিষ্ঠুর শাসক আসে জগতময়
কাব্য তাপেই দগ্ধ হয়েছে, কাব্যে পেয়েছে ভয়।    
শোষকের ভিত নাড়িয়ে দিয়ে কাব্য শক্তি প্রাণ
কতো বার যে বইয়ে দিয়েছে মুক্ত বায়ুর ঘ্রাণ!
হে কাব্যের কাণ্ডারি, তোমার নিদ্রা থেকে জাগো
কবিতার সর্বশক্তি দিয়ে মানবতার তরে লাগো।