রোগ সারাতে ওষুধ লাগে, নইলে রোগ বাড়বে
মন না চাইলেও সে ওষুধ ছাড়া বাঁচতে পারবে?
বিস্বাদ, তেঁতো সেই ওষুধও খেতেই হবে বৈকি,  
লাগলে ক্ষুধা বাছাই চলে ভাত, মুড়ি বা খৈ কী?
ক্ষুধায়, রোগে বাধ্য হয়েই কতো কিছুই খাওয়া,
বাঁচবে জীবন, তাইতো বুঝি পছন্দ ভুলে যাওয়া।
বইকেও যদি ওষুধ ভেবে জোর করে খাও গিলে  
সার্থকতা নেই সে পাঠের, লাভ তাতে না মিলে।  
যে বই পাঠে তোমার মনে ভালো লাগা সৃষ্টি হয়
সে বইয়ের মূল্য তবে পরশপাথরের কম যে নয়।
যে একটা ভালো বই পেয়েও তুলে নিয়ে পড়ে না,    
প্রস্ফুটিত ফুল ছিঁড়তে কভু একটুও দ্বিধা করে না,  
যতো শিক্ষিত হোক না সে, বুদ্ধিমান নয় কিছুতেই,
রত্ন চেনে না সে জন, তার মতো বোকা আর নেই।