জীবন জীবিকার তাগিতে মানুষ কতো কিছুই করে!
জীবণের রণে কেউ জিতে যায়, কেউবা হেরে মরে।  
হাজার রকম পেশায় লিপ্ত কতো কোটি কোটি হাত  
বাঁচার তাগিদে করছে কর্ম কতো দিন, কতো রাত!
অজস্র বৃত্তির রকমফেরে প্রকৃতই নেই তেমন ভেদ,
বাঁচবার তরে সকলে করে হেন জীবনের ব্যবচ্ছেদ।  
কোন পেশা ভালো, নিষ্কলঙ্ক অতি, যায় নাতো বলা
পেশার হৃদে পাপ ঢুকে গেলে হয় পাপ পথেই চলা।
জীবন যুদ্ধে লড়তে লড়তে হয় অনেক কিছুই শেখা,
নিষ্পাপ বৃত্তি যদি থেকেই থাকে তা হলো বই লেখা।  
অন্যসকল পেশা, নেশা হয়তো পাপকে আনে ডেকে;
বই লেখার বৃত্তি রক্ষা করে সব দুষ্কর্মের হাত থেকে।