আমি নিঃসঙ্গতা ভুলতে খোলা গলাতেই ধরি গান,  
সুর লহরীতে প্রকম্পিত হাওয়ায় বেদনার অবসান।  
যার শেষ এসে সঙ্গীতে থামে তা অতি সুন্দর হয়ে
এ ভুবনের প্রতিটি পদে সুখের বারতাই দেয় বয়ে।    
যখন আমার হৃদয় ভেঙে গিয়ে ছড়িয়ে বেরায় চূর  
ওষুধ হয়ে সারায় হৃদয়ের সব ক্ষত সঙ্গীতের সুর।    
যে আত্মায় সঙ্গীতের বাস তা ভালোবাসতে জানে
সুরের মাদকতায় মগ্ন সে আত্মা দৃপ্ত সুখের বানে।
সঙ্গীতকে ভালোবাসে যে জন সে জন নয় নিঃসঙ্গ
সুর, ছন্দ, তালে আলোড়িত হয় তার প্রতিটি অঙ্গ।    
আমার পৃথিবী জুড়ে প্রবাহিত হোক প্রাণস্পর্শী সুর,
ভোলাক যতো আঘাত-ব্যথা, শোক করে দিক দূর।