কী এক স্বর্গীয় মহিমা ভরা আমার মাতৃভাষা!
প্রতি ধ্বনি তার উচ্চারণে বিচ্ছুরিত হয় আশা।
বহুদূর প্রসারী এ ভাষা আমার স্নিগ্ধময় প্রাণে
নিলয়-অলিন্দ দোলে আমার অস্তিত্বের ঘ্রাণে।  
চিরসবুজ সজীব ভাষা আমার অসীম অহঙ্কার
বিশ্বের সর্বশ্রেষ্ঠ সে ভাষা, তুলনা হয় না তার।  
জন্মদাত্রী মায়ের জন্য এ হৃদয়ের ভালোবাসা  
উদ্ভাসিত প্রাণমাঝে মোর মায়ের মুখের ভাষা।