যে লেখক সদা স্বরচিত বইয়ের কথাই বলে
তার সাথে শুধু সেই মাতার তুলনা করা চলে
যে মাতা সদা বড়াই করে নিজ পুত্রের গুণে,    
পাড়ায় পাড়ায় বলে বেরায়, কেউ যদি শুনে!    
লিখনের যদি অর্থ থাকে, থাকে সার্থক ভাষা,  
থাকে যদি সাহিত্যগুণ আর পাঠ্য বোধ খাসা
সে লেখা সমাদৃত হবেই, লেখকও পায় যশ;    
নিজের ঢাক নিজেই পেটালে আসে মহাধ্বস।  
আপনারে যে প্রচারে ব্যস্ত, উঁচিয়ে আপন ধর,
সে কি কভু বুঝতে পারবে এ কতো লজ্জাকর?