কবিতার রাজ্যে রত্নালঙ্কার শব্দ-ছন্দ দোলা,
নিপুণ কবির হাতের পরশ করে দুঃখভোলা।  
মহৎ মনের মানুষ যে জন তিনিই মহৎ কবি
উদার হস্তে শব্দ ঝরিয়ে বুনেন কাব্যের ছবি।
সে কবি অতি দরিদ্র যিনি সংকীর্ণতার ভারে
কবিতা রচনায় অতি কৃপণ শব্দের ব্যবহারে।  
যে কবি বুনেন শব্দে-ছন্দে বাহারি কাব্যকথা    
পাঠকমনের গহীনে বহে সে কবির সার্থকতা।