প্রাণের অসীম উচ্ছলতায় বহে আবেগের ঝড়,
কামনার উদ্দামতা উপচে পড়ে বোধের উপর,
অবাধ অভিলাষ, লালসায় যদি মর্ম যায় মারা,
আমূলে আড়ষ্ট আত্মার বুকে পড়েনাতো সাড়া।    
সত্যাসত্যের বিচার নেই,  অসত্যের প্ররোচনা  
যে হৃদয়ে সমূলে নেয় ঠাঁই করে অধর্ম রচনা।
যে জন পারে না বিবেক-বোধে করতে লড়াই
অনিবার্য পাপিষ্ট সে জন,  মানবতা বোধ নাই।
অন্তরের সকল জীর্ণতা যদি নাই হয় কভু দূর  
জানবে, ধর্ম ছোঁয় নি তোমায়, ধরেছে অসুর।
সে ব্যক্তির প্রকৃত ধর্মবোধ আছে ষোল আনা
সর্বোপরি মানবতা বোধে যে ব্যক্তি নয় কানা।