যে ধর্মে অন্তর্দৃষ্টি নেই, দর্শন নেই পঙ্গু সে ধর্ম;
সীমার মাঝে অসীমত্ব নেই সে ধর্মে নেই কর্ম।  
বদ্ধ চিন্তন, বন্দী চেতন- তা দিয়ে কি ধর্ম হয়?
ভীত, আবিষ্ট প্রভুভক্তি! সেটা কোনো ধর্ম নয়।    
সীমিত পথ, পক্ষপাতী মত, আবদ্ধ বোধ নিয়ে    
মানবতা হয় না বিজয়ী কভু সংকীর্ণ ধর্ম দিয়ে।  
ধর্ম হলো জীবনবোধ আর দর্শন হলো সুচিন্তন
দুইয়ের মেলবন্ধনে জাগে সত্য, সাম্যের ভুবন।
ধর্মের নেত্র ঊর্ধ্বে দেখে, সৌন্দর্যের নেত্র মনে,  
সুসামঞ্জস্যতাপূর্ণ জীবন আনে ধর্ম আর দর্শনে।