স্বভাবে যার কভু হয় না অভাব মানবতাবোধের,
আঘাতে পেয়েও যার ইচ্ছে হয় না প্রতিশোধের,  
এক মুহুর্ত ব্যয়িত করে না যে জন পরচর্চা করে,  
কখনোও তো ছোটে না মিথ্যে নাম-যশের পরে,  
অভাবে পড়েও যে জন করে না অন্যের ধন চুরি,  
সুযোগ পেয়েও যে অসৎ পথে করে না বাহাদুরি,  
মানুষে মানুষে বিবাদ লাগিয়ে স্বার্থ হাসিল করে
গোছায় না কভু আখেরটাকে তুলতে আপন ঘরে,    
মানবের ভবে সূর্যের মতো ছড়িয়ে আপন আলো  
যে জন মানব কল্যাণ তরে বিদূরিত করে কালো
নদ-নদীর মতো বদান্যতায় ভরা থাকে যার মন  
মাটির মতো আতিথেয়তায় সদা সকলের স্বজন
পরের তলে বিলাতে জীবন যেজন এসেছে ভবে
প্রকৃত ধার্মিক তবে শুধু সে জনকেই বলুক সবে।