মূর্খ, অজ্ঞ অবিবেচক সে বিচারকে না বোঝে
ভালো-মন্দ জ্ঞান ছাড়াই পুণ্যের পথ খোঁজে,  
দেশে দেশে বেরায় ঘুরে খুঁজতে পুণ্যের পথ,
পুণ্য কিনতে ছড়ায় অর্থ যার যতোটা হিম্মত,
দাতাবেশে দান করে সে অন্তরেতে পায় সুখ,  
পুণ্য ভূমি বেরায় চষে দর্শে মহান প্রভুর মুখ!
অর্থেবিত্তে কেনা সে সুখ সুখই শুধু, পুণ্য নয়;
সত্য পথের আচার বিচার ছাড়া কি পুণ্য হয়?
দানবীরের বেশেও তার প্রাপ্তী খাতা রয় শুন্য,
সৎ কর্ম, সৎ স্বভাব, সুন্দর আচারই যে পুণ্য।