চলনে যে অহম ঝরে আঘাত দিতে কম তা নয়,
বচন জুড়ে আত্মস্লাঘা সে তো সদাই উপচে রয়।
ছোট বড় জ্ঞান রাখে না, বোধরেখা ছাড়িয়ে বায়,
আদেশ, নিষেধ, সতর্কতা পদতলে মাড়িয়ে যায়।  
আপন সখ আপন মনে আপন দিশায় পেটায় সে,  
লাগামছাড়া আবেগগুলো অবাধ্যতায় মেটায় যে।
কে কী বলে- শুনছে না তো, আবেগেও দমে না;  
সীমার বাঁধন ছিঁড়ছে শুধু, লঙ্ঘনও তার কমে না।  
দুর্ব্যবহারে মাত্রা ছাড়ে, বাঁধন নেই তার কিছুতেই;
আচরণে সভ্য যে নয় তার গর্ব করার কিছুই নেই।