আসে না তো কেউ এ ভুবন মাঝে চিরতরে থাকতে;  
কে আসে আর কে চলে যায়- কে যায় মনে রাখতে?
আপন গুণেই কেউ রয়ে যায় মানব মনের মাঝখানে,
কর্মে সাহস, ব্যক্তির প্রভাব হয় তো ছড়ায় সবখানে।  
মানবতাজ্ঞানে যে জন বিলোয় সদা নিজের সবকিছু
সে জন মরে অমরই হয়, শ্রদ্ধা-ভক্তি ধায় তার পিছু।
ব্যবহার গুণে যে জন গুণী সেই জনে নেই ভিন্ন মত;  
তার ব্যক্তিত্বের সৌন্দর্য যে যায় বহুগুন দূরের পথ!  
সুন্দর, নির্মল ব্যবহার যার মরেও সে বেঁচেই থাকে,
মানব মাঝে বিরাজ তিনি, স্মৃতিই তাকে ধরে রাখে।