হালফ্যাশন, রঙবাহার দেখে মানব বিচার করে
সত্যিকারের মানুষ পাওয়া যায় কি ভুবন 'পরে?  
সভ্যতাকে পায় কে খুঁজে মুখোশ খোলস দেখে?      
কতো অমানুষই নিত্য চলে মানুষের রূপ এঁকে!
কতো লোকই মিষ্ট ভাষায় করছে সবার সর্বনাশ,
শেষবেলাতে নিয়তি ফের করে সত্যটাকে ফাঁস।  
ভদ্রলোকের তকমা গায়ে কয়জন ভদ্রলোক হয়?
সুন্দর পোশাকের ব্যক্তিমাত্রই ভদ্রলোক তো নয়।