সমালোচনার ঝড় বয়ে যাক, যা কিছু যাক রটে;
তো মহৎ ব্যক্তির যায় কি আসে? বলি অকপটেঃ  
চলার পথে আঘাত আসুক, থাকুক যতোই কাঁটা    
স্বভাবে যে ব্যক্তি মহৎ তাকে ডোবায় কভু ভাঁটা?      
মহৎ যে মানুষগুলো তাঁরা নিজেরাই একটা জাত,
সে জাতে নীচু কেউ প্রবেশচেষ্টায় হয় কুপোকাত!    
সে জাতের অংশ হতে লাগে না কোনো বিত্ত, ধন;  
মহৎ সে কূলে ভীরতে লাগে সৎ ব্যক্তির মহৎ মন।