উপদেশে যে পাকিয়েছে হাত, উদাহরণ হতে চায় না
কি মূল্য পেয়েছে সে জন? তার সাথে সম্মান যায় না।  
যে পারে সে করে দেখায়, যে পারে না সে শুধু বলে
অদক্ষতা, অকর্মণ্যতা ঢাকতে তার মুখে কথাই চলে।
উদাহরণ হলো সেই শিক্ষা যা সকলেই পারে পড়তে
সকলেই ধায় দেখানো সে পথে সাফল্য, সুখ ধরতে।  
অজ্ঞতা, অক্ষমতা ঢেকে যে বলে কথা দিব্যি বেফাঁস
সময়ের বিচার সত্যিটাকে করে দেবে আলোয় প্রকাশ।  
তাই যদি পারো দৃষ্টান্ত হতে সেটাই জাগায় দৃপ্তগতি
সময় স্রোতে যাবে না ভেসে, স্মরণ হবে নিত্য অতি।