ঘটনা কিম্বা রটনা কিনা বিচার না করে হায়
কতো মানুষেই নিত্য শুধু মন্তব্য করে যায়!
ঘটনা সত্য হলেও রটনা যে সদা হয় না ঠিক
যে বোঝে না, খোঁজে না তো সে প্রকৃত দিক।
বুদ্ধিমান যে প্রথমে সে সব অন্তর দিয়ে বুঝে
মন্তব্য, বক্তব্য রাখার আগে বিষয়বস্তু খুঁজে।
নির্বোধ যে না জেনে শুনে অনর্গল বকে যায়,
জ্ঞানীর সুমন্তব্যে হয়তো ঘটনাও প্রকাশ পায়।