কারণে আর অকারণে কতো ভুল হয় জমা
ভুল করে করে তাই প্রতিবারই চাই ক্ষমা!
ক্ষমার পর ক্ষমা পেয়েও হতেই থাকে ভুল
এক ভুল বারবার হয়, ভেবে না পাই কূল।
বারবার ভুল করে যারা বারবার ক্ষমা চায়
ব্যক্তিত্বহীন, মহানির্বোধ তাদেরই বলা যায়।
বুদ্ধিমানেরা ভুলে ভরে পেতে চায় না লাজ,
ক্ষমার চেয়ে ভুল কম করা বুদ্ধিমানের কাজ।