এ মধু লগনে
চাহিয়া গগনে
দেখিতে পাই যে মুখ,  
পাইলে বরষা
তাহাতেই ভরসা
ঝরিলে বৃষ্টিরও সুখ।
মুদিলে নয়নে
যাপিত শয়নে
রিমঝিম ঝরিয়া সে পড়ে,  
স্বপনে আসিয়া  
নিয়াছে ভাসিয়া
প্রেমেরও অসীম প্রান্তরে।  
দুলিলো প্রাণেতে
মজিলো ঘ্রাণেতে
খুলিলো অবারিত ডানা,
প্রেমেতে এতো সুখ!
ভরিয়া দেবে বুক,
এ কভু ছিলো নাকো জানা।  
উড়িবে তেমনই
চাহিবে যেমনই
দু'জনার মিলিত দু'মন
ধরায় ফিরিবো না
বাঁধন চিরিবো না
স্বপনে উড়িবো দু'জন।
মুদিয়া চারি আঁখি
উড়িয়া দুটি পাখি
দেখিবে হৃদয়ের চোখে
হৃদয়ও পরশে
যে প্রেম বরষে
তাহা কি মেলে ইহলোকে?  
যে প্রেম রহমান
করিলো বহমান
যে প্রেম দেখেনি এ ধরা,  
ধাবিত সাধনে
সে প্রেম বাঁধনে
বাঁধিলাম দুটি অন্তরা।