কোন শিক্ষায় শিক্ষিত হে তুমি সহনশীলতা শেখো নি?
ক্ষুব্ধতার ঘ্রাণ ছেয়ে যায় প্রাণে সচক্ষে তা দেখো নি?
হীন সব অভ্যাসে ডুবে আঁধারে হারালে সে শিক্ষা কী?  
রিপুর চক্করে যে সদা খায় ঘূর্ণি সে পেয়েছে দীক্ষা কি?
সুশিক্ষা আনে মানবমুক্তি, জ্বালায় অজস্র দীপে আলো,
ছড়ায় সে সর্বত্র মঙ্গলবান দূর করে সব নিকষ কালো।
মহৎ কোনো উদ্দেশ্যে হয়নি ব্যয়িত সে তো শিক্ষা নয়,  
সুশিক্ষা তাই যা অভিভূত করে সদা জ্ঞানগর্ভ কথা কয়।