গুণ বিনে কে কোথায় বলো মানবসমাজ করছে জয়?
গুণহীনে যে অকেজো ধাতব দিনান্তে যার শুধুই ক্ষয়।
গুণ তো চলমান হীরক খনি গৌরব যার পিছনে ধায়  
গুণী লোক তার গুণের বলে সেই হীরকের দেখা পায়।
গুণের কদর জানে না যে দেশ গুণী সেথায় জন্মায় না
পেশীবলে মেলে না গুণ, অর্থ-বিত্তে গুণ কেনা যায় না।
সদগুণ যদি না পাও খুঁজে বুঝবে সে জন মানুষই নয়
গুণহীন সে পাষণ্ডসম, গুণহীনে সে জন অমানুষই রয়।